• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নড়িয়া উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন যারা

  • ''
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০২৪

শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় যারা সম্ভাব্য প্রার্থী হচ্ছেন তারা ইতোমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছেন।  সরকারী ঘোষনার জন্য তারা দিনক্ষন গুনছেন।  তাদের নিজ নিজ এলাকায় ছোট খাট মতবিনিময় সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে ঘন ঘন যোগদানের মধ্যদিয়ে তারা নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন।

এরা বেশীর ভাগ সরকার দলীয় প্রার্থী।  বিশেষ করে শরীয়তপুর তিনটি নির্বাচনী আসনের তিনজন সাংসদই সরকার দলীয় হওয়ায় তাদের গ্রীন সিগনাল প্রত্যাশা করছেন অনেকে।  এবারের নির্বাচনে দলীয় প্রতীক থাকবেনা শুনে প্রত্যেকটি উপজেলায় একহালিরও বেশী চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সাংসদরা পড়ছেন বিপাকে।  কারে রেখে কার কথা বলবেন। সবাইতো তাদের হয়ে নির্বাচনে নিজের মত করে কাজ করেছেন।

সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে পোষ্টার ব্যানার,লিফলেট,বিলবোর্ড দিয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন।  এখন শুধু সরকারী তফসিল ঘোষনার অপেক্ষা।  তফসিল পেলেই পুরোদমে মাঠে কাজ শুরু করে দিবেন।  এখনো তারা বসে নেই।  তারা তাদের কাজ করেই যাচ্ছেন।  নড়িয়া উপজেলায় যারা নিজেকে প্রার্থী বলে দাবী করছেন তারা হলেন বার বার নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক একেএম ইসমাইল হক, এরপূর্বে ও তিনি ভোজেশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জহিরুল ইসলাম সিকদার, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন খান, আওয়ামীলীগের বন ও পরিবেশ কেন্দ্রীয় উপকমিটির সদস্য অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের পরিচালক সৈয়দ হেমায়েত হোসেন,নড়িয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ভোজেশর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সিকদার , বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলী আহম্মদ কাজি, আওয়ামীলীগের বন ও পরিবেশ কেন্দ্রীয় উপকমিটির সদস্য আকতারুজ্জামান জুয়েল।

ভাইসচেয়ারম্যান পদে: ভাইস চেয়ারম্যান পদে বার বার নির্বাচিত বর্তমান ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, মিলন জমাদার , মহিলা ভাইসচেয়ারম্যান পদে নারায়নগঞ্জ সরকারী মহিলা কলেজের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশবিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সদস্য সুলতানা রাজিয়া মনি, ভোজেশর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আলো বেগম ও বার বার নির্বাচিত বর্তমান ভাইসচেয়ারম্যান নাজমা বেগম প্রমূখ।

এরা সকলেই অওয়ামীলীগের নিবেদিত ও সক্রিয় কর্মী । দলীয় প্রতিক না থাকলে এরা যে যার মত করে নির্বাচনে অংশ গ্রহন করবেন। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে এরা সকলেই আশাবাদি ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads